ঢাকা : রাজধানীর বংশালে আরমানিটোলা মাঠের পাশে বি'ক'ট শব্দে বি'স্ফো'রণের ঘ'টনা ঘ'টেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘ'টনা ঘ'টে। এ ঘ'টনায় আহ'ত হয়েছেন সাত জন। তাদের মধ্যে তিনজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আরমানিটোলায় মাঠের পাশের মূল সড়কে গ্যাস লাইনের লিকে'জ থেকে এই বি'স্ফো'রণ হয়। এই ঘ'টনায় আহ'তদের মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে থেকে ফেরদৌস আলম(৩৪), নায়েব আলী(৪৫) ও সোহাগ(৩৮) নামে তিন জনকে চিকিৎসা দেয়া হয়।
তাদের শরীরের বিভিন্ন স্থানে পাথরে আ'ঘা'ত প্রাপ্ত। রাস্তার একটি অংশ চূ'র্ণ-বি'চূ'র্ণ হয়ে গেছে। বি'স্ফো'রণের বিষয়টি ফায়ার সার্ভিস ক'ন্ট্রো'ল রুমের ডিউটি অফিসার লিমা খানম নি'শ্চি'ত করেছেন। বংশাল থানার ওসি শাহিন ফকির বলেন, ধা'রণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বি'স্ফো'রণ হয়েছে। এ ঘ'টনায় পথচারীদের সাতজন আহ'ত হয়েছেন বলে জানতে পেরেছি।