ধর্মীয় অনুভূতিতে আঘা'ত দেয়ার অভি'যোগে বৃহস্পতিবার সুজন দে নামে এক যুবককে ৭ বছরের কারাদ'ণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। দু'হাজার সতের সালে রাঙ্গামাটির লংগদু থানায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে দেয়া এক ফেসবুক পোস্টের জের ধরে হওয়া মা'মলায় ওই রায় দিয়েছেন আদালত। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘা'ত দিয়ে পোস্ট দেয়ার অভি'যোগে এটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হওয়া দ্বিতীয় রায়। এর আগে গত মাসে এ ধরণের প্রথম রায়েও এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে একটি দর্জি দোকানে কাজ করতেন সুজন দে। ২০১৭ সালে ১০ মে বিকালে মাইনীমুখ বাজারের সেই দোকানের সামনে থেকে পুলিশ সুজনকে গ্রে'ফতার করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগের দিন ওই ব্যক্তি ফেসবুকে মহানবী (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করে একটি স্ট্যাটাস দেন বলে অভি'যোগ ছিল।
পরদিন বাজারের মজসিদ থেকে মুসুল্লিরা একত্রিত হয়ে ওই ব্যক্তির শাস্তির দাবিতে মিছিল করে এবং স্লোগান দেন।
লংগদু থানার ওসি সৈয়দ মো. নুর গণমাধ্যমকে বরেন, ফেসবুকে ধর্ম অবমাননার অভি'যোগ পেয়ে এবং স্থানীয়ভাবে উ'ত্তেজনাকর পরিস্থি'তি সৃষ্টি হওয়ায় ওই সময় সুজনকে গ্রেফ'তার করা হয়। সুজন দে'র বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিলুপ্ত হওয়া ৫৭ ধারায় মা'মলা করা হয়েছিল।
পুলিশ বলছে, মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩০ আগস্ট আদালতে অভিযো'গপত্র জমা দেয়া হয়। আর অভিযো'গপত্র আমলে নিয়ে আদালত ২০১৭ সালের ২৬ অক্টোবর সুজন দের বিরু'দ্ধে অভি'যোগ গঠন করে। বৃহস্পতিবার ওই মামলায় সুজন দেকে ৭ বছরের কারাদ'ণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।