বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ০৯:২৯:২৮

ফরাসি পণ্য বর্জনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফরাসি পণ্য বর্জনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : ফ্রান্সের স্কুলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র দেখানোর প্রতিবাদে ফরাসি পণ্য বর্জনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় অসংখ্য শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি একাধিক দাবিও তুলে ধরেন তারা।

মানববন্ধনে আয়োজকরা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রর্দশনে আমরা তীব্র নিন্দা জানাই। মুসলমানদের হৃদয়ের মনিকোঠা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যঙ্গচিত্র, অপমান আমরা মুসলমানরা কখনোই সহ্য করবো না। ধর্মীয়ভাবে আঘাত করেছে ফ্রান্স যার মূল্য তাদের দিতে হবে। পুরো মুসলিম জাতিকে আঘাত করেছে এই ইসলামের শত্রু ফ্রান্স। আমরা প্রতিবাদ স্বরূপ ফ্রান্সের সকল পণ্য বর্জন করলাম। সকল মুসলিমদের উচিত ফ্রান্সের পণ্য বর্জন করা।

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন- ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্য পুরো মুসলিম জাতীর কাছে ক্ষমা চাইতে হবে। এবং পরবর্তী কখনো ইসলামে আঘাত হানে এমন বক্তব্য কিংবা চিত্র প্রকাশ থেকে বিরত থাকতে হবে। যদি রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স ক্ষমা না চায় তবে বিশ্বের সকল মুসলিম দেশ তাদের বিরুদ্ধে নামবে।

উল্লেখ্য- ফ্রান্সের এক শিক্ষক শ্রেণিকক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে। ফ্রান্স সরকার ধর্মের প্রতি আঘাত হানায় কোন ব্যবস্থা না নিয়ে বরং ঐ শিক্ষকের পক্ষ নিয়ে রাষ্ট্রীয়ভাবে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে এবং স্থানীয় একটি সমজিদ বন্ধ ঘোষণা করে। যার ফলে বিশ্বের প্রায় সকল মুসলিম দেশ এর প্রতিবাদে প্রতিবাদী হয়ে উঠে এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করে প্রতিবাদ শুরু করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে