রাজধানীর মোহাম্মাদপুরে ১০ বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মোহাম্মাদপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। একমাত্র আসামি গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের শিশু সুমাইয়া ৭ মাস ধরে মোহাম্মদপুর শেরশাহ রোডে মাসুমা বিনতে মইনের বাসায় কাজ করতো। কাজে যোগ দেওয়ার দুই মাস পর থেকেই তার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। নানান অযুহাতে শিশুটির ওপর চলতো অমানবিক নির্যাতন। গরম খুনতি দিয়ে ছ্যাকা দেয়ার পাশাপাশি শরীরে গরম পানি ছেটাতো পাষণ্ড মাসুমা। নির্যাতন সইতে না পেরে শিশুটি গত শুক্রবার (৩০ অক্টোবর) ওই বাসা থেকে পালিয় যায়। পরে পরিবার মোহাম্মাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, গৃহকর্ত্রী মারধোরের বিষয়টি শিকার করেছে। সেহেতু রিমান্ডে না নিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছি। আমরা দ্রুত চার্জশিট দেয়ার চেষ্টা করবো।-সময়নিউজ