রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০, ১১:৩৯:৩৬

'যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই'

'যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই'

ঢাকা : মৌলবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচীর আহবানে সাড়া দিয়ে রবিবার সবুজবাগ থানা আওয়ামীলীগের ব্যানারে, সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মিছিলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে পুড়ো থানা এলাকা প্রদক্ষিন করে বাসাবো শহীদ আলাউদ্দিন পার্ক মাঠে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সভার সভাপতিত্ব করেন দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে চিত্ত রঞ্জন দাস বলেন, যারা বাংলাদেশে বাস করে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত দিতে পারে তাদের এই দেশে থাকবার কোনো অধিকার নাই। তিনি সরকারকে এই সকল অপশক্তি রক্তপিপাসু মৌলবাদ, জংগিবাদ ও সাম্প্রদায়িকতায় বিশ্বাসী পাকিস্তানের পেতাত্মাদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ করেন। 

এ সময় তিনি উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনার দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাতভাংগা জবাব দিতে দলীয় নেতা কর্মীদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ হাসান শামীম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জাহাংগীর হোসেন, দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজর আলী, মহিলা কাউন্সিলর মাকসুদা শমসের, নাসরিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতা ইসমত তাকির বাবু, সবুজবাগ থানা আওয়ামীলীগ নেতা হাসমত আবুল উলা আবু, আক্তারুজ্জামান মিথুন, আবুল হোসেন, ফরহাদ উদ্দিন খসরু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম পিয়াস, ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা হালিম সরকার, গফুর দেওয়ান, আফজাল হোসেন রিপন, দেওয়ান যুবায়ের হোসেন যুব সহ সবুজবাগ থানা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে