নিউজ ডেস্ক : সাধারণ মানুষের নিয়মতান্ত্রিক একটি দাবিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল উলামাদের বিরুদ্ধে উগ্রতা ছড়াচ্ছে। সরকার তাদের দমন না করে আরও উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
দুপুরে পুরানা পল্টনে সাংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানীমূলক কর্মকান্ড বন্ধ করতে ব্যর্থ হয়। তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
অভিযোগ করেন, একটি সুবিধাবাদী মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়টিকে কেন্দ্র করে দেশে চরম উস্কানি ও উত্তেজনা তৈরী করছে। তারা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলেও অভিযোগ করে দলটি।