নিউজ ডেস্ক : আজ সুখবর দিল আবাহওয়া অফিস, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গতকালের (রোববার) মতো আজও দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। এছাড়া এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবাহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এদিন সকালে ঢাকায় হালকা কুয়াশা পড়লেও সূর্যের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজও অনুভূত হচ্ছে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৫ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
অন্যদিকে, দেশের নদী অববাহিকা অঞ্চলগুলোতে আজ কুয়াশা কম থাকতে পারে। বেলা ১০টা পর্যন্ত নদী অববাহিকাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস রয়েছে।