 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত ১১ টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গুলশান থানার এসআই কামরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশে একটি যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন।
বাচ্চু মিয়া জানান, এসআই কামরুলকে ঢাকা মেডিকেল হাসপাতালের ইর্মাজেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                