বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১২:০৮:২৮

দিহান আমার পা জড়িয়ে ধরে বলে আন্টি আমাকে বাঁচান: আনুশকার মা

দিহান আমার পা জড়িয়ে ধরে বলে আন্টি আমাকে বাঁচান: আনুশকার মা

নিউজ ডেস্ক : ‘আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মেয়ের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। আমরা যেভাবে মামলাটি করতে চেয়েছিলাম, পুলিশ সেভাবে মামলাটি নেয়নি’ বলে অভিযোগ করেছেন রাজধানীর কলাবাগানে বন্ধুর নির্যাতনে নিহত আনুশকার মা।

বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের শিক্ষার্থী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত হয় হত্যার শিকার মেয়েটির পরিবার। সেখানে মেয়েটির মা অভিযোগ করে বলেন, দিহানের বাসায় আমার মেয়েকে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যার পর আমাকে ফোন করে হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে গিয়ে দেখি, দিহানসহ তার তিন বন্ধু বসে আছে। দিহান আমার পা জড়িয়ে ধরে বলে আন্টি আমাকে বাঁচান।

এ সময় মেয়ে হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আসামির বক্তব্যকে প্রাধান্য দিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। মৃত মেয়েকে নিয়ে এভাবে অপপ্রচার চালানোয় কষ্ট পাচ্ছেন বলেও জানান আনুশকার মা। 

মেয়েটির মা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দিহান ও তার বন্ধুদের আড়াল করার চেষ্টা করছে। আসামির বক্তব্যকে প্রাধান্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ সময় সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বলা হয়, প্রভাবমুক্ত থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার করা, মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা, একটি স্বচ্ছ ডিএনএ পরীক্ষা করা এবং তার পরিবারকে যেন হয়রানির শিকার না হতে হয়, সেটির ব্যবস্থা করা।

মেয়েটির মা-বাবা বলেন, আমাদের মতো আর কোনো মা-বাবার বুক যেন খালি না হয়। আর কোনো মা যেন এমন কষ্ট না পায়। কোনো মেয়েকে যেন এমন অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়। 

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছে। প্রযুক্তির অপব্যবহারে শিশু ও কিশোরী ধর্ষণ ক্রমাগত বাড়ছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত দিহানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে