নিউজ ডেস্ক : রাজধানীর কাঁঠালবাগান বস্তির পাশে গরুর খামারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি বলেন, কাঁঠালবাগান বস্তির পাশে গরুর খামারে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।