ঢাকা: রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে গেলো ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ সন্ধ্যা ৭টায় পাওয়া তথ্যানুযায়ী, ঢাকায় ৬৬ কিমি বেগে ঝড় হয়েছে। রাজশাহীতে হয়েছে ৬২ কিমি বেগে।
এছাড়া নাটোর, রাজবাড়ী, মেহেরপুর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুরসহ দেশের অনেক জেলায় কালবৈশাখী বয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে বইমেলা প্রাঙ্গণে।
আবহাওয়াবিদ নাজমুল জানান, কালবৈশাখীর মৌসুম শুরু হয়ে গেছে। এটা এখন অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে চলছে, সেটা অব্যাহত থাকবে।
গত কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাজধানীও বেশ উত্তপ্ত। আজ বিকেল ৩টার পর থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। বিকেলেই অন্ধকার নেমে আসে একাংশে। সন্ধ্যায় প্রথমে ব্যাপক ধূলিঝড় দিয়ে শুরু হয় তাণ্ডব। এরপর প্রায় আধাঘণ্টা দমকা বাতাসে চালিয়ে কিছু শান্ত হয় প্রকৃতি। বাতাসের বেগ কমে গেলে নামে বজ্রসহ বৃষ্টিপাত।