বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ০২:১২:৩৫

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের ব্যবসায়ীরা মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন। এসময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে বেলা ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তাঁরা বিআরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে দোকানিরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশও তাঁদের পাল্টা ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, দু-একদিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। প্রয়োজনে নিজেরাই দোকান খুলবেন। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরাই অনেক ভালো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে