বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ০৩:১০:৫১

সাথে সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়

সাথে সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়

নিউজ ডেস্ক: ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত বালুরমাঠ বস্তিতে। আজ বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  লিমা খানম বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর আসে। সাথে সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কেও জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে