শনিবার, ০৮ মে, ২০২১, ০৩:৫৩:২০

মসজিদে সংকুলান না হওয়ায় প্রচণ্ড রোদ উপেক্ষা করে সড়কে নামাজ আদায় করেছেন মুসল্লিরা

মসজিদে সংকুলান না হওয়ায় প্রচণ্ড রোদ উপেক্ষা করে সড়কে নামাজ আদায় করেছেন মুসল্লিরা

নিউজ ডেস্ক: আজ রমজানের শেষ শুক্রবার যা মুসলিম বিশ্বের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। আজকের দিনে দেশের সব মসজিদে করোনা থেকে মুক্তির প্রত্যাশা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত সওয়াবের হওয়ায় বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে মুসল্লির ঢল নামে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে সড়কে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। অনেকে মসজিদের সিঁড়িতে ও বাইরের অংশে গরম কংক্রিটের ঢালাইয়ের ওপর দাঁড়িয়েও নামাজ আদায় করেন।

রাজধানীর ধানমন্ডিস্থ সোবহানবাগ মসজিদের সামনে মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কে নামাজ আদায় করেছেন তারা। সরকারি নির্দেশনা মেনে অনেককেই স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে