রবিবার, ১৩ জুন, ২০২১, ০৩:৪১:৫২

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, এক গার্মেন্টকর্মী নিহত

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, এক গার্মেন্টকর্মী নিহত

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ সময় জেসমিন বেগম নামে এক শ্রমিক দৌড়ে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করেন। জেসমিন ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্ট লিমিটেডের জুনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

আজ রবিবার সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের ‘লেনী ফ্যাশন’ নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। তারা এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস চার্জের পাওনাদি পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন এবং কিছু যানবাহনে ঢিল ছুঁড়েন। এ সময় যানজটে আটকা পড়া ক্রিকেট খেলোয়ার ও রেফারি-কর্মকর্তাদের দুটি গাড়িতে ঢিল ছুড়লেও কেউ আহত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে