সকাল থেকে শুরু হয়েছে রহমতের বৃষ্টি। সকাল সাড়ে ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে মেঘেদের গর্জন। এমন বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ।
কষ্টের কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজিব, মিরপুর থেকে মতিঝিলে রওনা হয়েছি। সকাল ৯টায় অফিস শুরু। কিন্তু এতো সকালে বের হয়ে কোনো ধরনের বাস পেলাম না। এখন জানি না কখন বাস আসবে আর কখন নিজের কর্মস্থলে পৌঁছাবো।
অন্যদিকে রাশেদ নামে আরও এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, ব্যক্তিগত কাজে গাজীপুর যাব। সেখান থেকে উত্তরায় অফিস যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত বাসও পেলাম না।
ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ এই দু’মাস মিলিয়ে বর্ষাকাল। বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টিই হয় বর্ষায়। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রকৃতির সে রূপ এখন আর তেমন একটা দেখা যায় না।