সোমবার, ২৮ জুন, ২০২১, ১১:৩৫:০৪

মগবাজারের ভ'য়াবহ বি'স্ফোরণ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের অভিমত

মগবাজারের ভ'য়াবহ বি'স্ফোরণ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের অভিমত

এখনও জানা যায়নি রাজধানী মগবাজার ওয়ারলেসে ঘ'টে যাওয়া ভ'য়াবহ বি'স্ফোরণের সঠিক কারণ। একেক জন একেক কথা বলছেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, এসির বি'স্ফোরণ ঘ'টেছে, কেউ বা মার্কেটের জেনারেটরকে দায়ী করছেন। অনেকেই ট্রান্সফরমারের কথা বলছেন। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, শর্মা হাউজ নামে ফুডশপে গ্যাস জমে ভবনে বি'স্ফোরণ ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজার ওয়্যারলেস এলাকার একটি তিন তলা ভবনে এ বি'স্ফোরণ ঘ'টে। ভ'য়াবহ ওই বি'স্ফোরণে এক শিশু ও তার মাসহ ৭ জন নিহ'ত হয়েছেন।  

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে বি'স্ফোরণের সময়ের সিসিটিভির একটি ভি'ডিওফুটেজ। ভি'ডিওটি দু'র্ঘটনাকবলিত ভবনটির পাশে অবস্থিত আড়ং আউটলেটের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে