এবারের সাত দিনের লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ দুপুর ১২টায় মিরপুর দারুসসালাম রোডে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের উপস্থি'তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ সময় সড়ক দিয়ে যাতায়াত করা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। রাস্তায় চলাচলরত যেসব ব্যক্তিগত যানবাহন অতিপ্রয়োজনে বের হয়েছে তাদের ছে'ড়ে দেয়া হচ্ছে। অন্যদের জরিমা'না করতে দেখা গেছে।
এদিকে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ মানা হচ্ছে কিনা, তা দেখতে আমাদের অভি'যান পরিচালিত হচ্ছে। ভোর ৬টা থেকে আমাদের অভি'যান শুরু হয়েছে। বি'ধিনিষে'ধ অমান্য করে যেসব গাড়ি রাস্তায় বের হচ্ছে তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন তাদের ছেড়ে দেয়া হচ্ছে। না পারলে জরিমানা করা হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারায় একটি প্রাইভেটকারকে ৩০ মিনিট আটকে রেখে সময়দণ্ড দেয়া হয়েছে।