চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা, দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
এমনকি টোল আদায় বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, শুক্রবার রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার অংশে যানজট রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন যানজট দেখা গেছে।
আসন্ন ঈদ ও লকডাউন শিথিল থাকায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এতে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল শুরু করেছে। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশে ২৩ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত রয়েছে পরিবহনের ধীরগতি।