শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০২:২৩:২৬

পুরান ঢাকায় হেলে পড়েছে ৬ তলা ভবন

পুরান ঢাকায় হেলে পড়েছে ৬ তলা ভবন

পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলায় ৬ তলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ওই ভবন থেকে লোকজন সরিয়ে দিয়েছে। আটকে পড়া একজনকে উদ্ধার করা হয়েছে। ভবনটিকে সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এই ভবনের পূর্বপাশের চারতলা অপর একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুলুটোলার ৪৭/২ নং তনুগঞ্জ লেনের ভবনটি আকস্মিক হেলে পড়ে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াতাড়ি ভবন থেকে নেমে যায়। কিন্তু আটকা পড়েন অসুস্থ এক ব্যক্তি।

ফায়ার সার্ভিস জানায়, বিকাল সাড়ে ৫টায় তারা ভবন হেলে যাওয়ার সংবাদ পায়। তারা ঘটনাস্থলে যাওয়ার পর ৬ তলায় আটকে থাকা একজন প্যারালাইজড রোগীকে উদ্ধার করে নামিয়ে আনেন। তার নাম বাবুল রায়। এছাড়া ওই ভবনে বেশ কয়েকজন থেকে গেলেও তাদের সরিয়ে দেওয়া হয়। 

এ সংবাদ শুনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। রাজউকের চেয়ারম্যান এবং জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি সিলগালা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে