'টাকা দে নয়তো জীবন নে' সহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন লিখে আজ আবারো বিক্ষোভ করেছে ই-অরেঞ্জের শত শত গ্রাহক।
রাজধানীর গুলশানে অবস্থিত ই-কমার্স সাইট ই-অরেঞ্জ কার্যালয়ের সামনের সড়ক থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ এই গ্রাহকরা। মোটরসাইকেল বা সমমূল্যের রিফান্ড দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।
আজ শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কয়েক শ গ্রাহক জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন এসব গ্রাহক। এ সময় গুলশানের ১৩৬/১৩৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা বিক্ষোভ মিছিলের সঙ্গে মোটরসাইকেলে করে গুলশানের বিভিন্ন সড়কে শোডাউনও করেন।
বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, ক্রিকেটার মাশরাফির বিজ্ঞাপনে আস্থা রেখে তারা টাকা বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় কেন এতদিন ই-অরেঞ্জের ব্যাংক হিসাব তদারকি করেনি, তার জবাব চান। তাঁরা বলেন, ই-অরেঞ্জে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। এসব অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছেন। ই-অরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলেও মনে করেন তাঁরা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুপুর ১২টার দিকে কয়েক শ গ্রাহক গুলশানে ই-কমার্স সাইট ই-অরেঞ্জ কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন। আমরা তাঁদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি।