শনিবার, ০২ অক্টোবর, ২০২১, ০১:২৩:০১

ভয়ংকর এক অভিজ্ঞতা...

ভয়ংকর এক অভিজ্ঞতা...

রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরি বাজার এলাকার একটি ভবনে বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনটি কেঁপে ওঠে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারদিক। শুক্রবার রাতে এ ঘটনার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন ওই ভবনের পঞ্চম তলার একজন বাসিন্দা।

ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘রাত ৯টা বেজে ৭ মিনিট। হঠাৎ বিকট আওয়াজে প্রকম্পিত আমার বাসার বিল্ডিং। সকলেই ছুটাছুটি। প্রথমে বারান্দায় বৌ/বাচ্চারে পাঠিয়ে বোঝার চেষ্টায় রুমের মেইন দরজা সাহস করে খুলি। খুলতেই চিল্লাচিল্লি আর ধোঁয়ায় আচ্ছন্ন অনেক গরম একটা ভাব চোখে লাগে। কিছুটা ভয়ে দরজা লাগিয়ে ফেলি।

৭ মিনিট পর কারও আওয়াজ শুনতে পাই। ভাই কে কে আছেন নামেন। কান্নার আওয়াজ/ডাকাডাকি। বৌ/বাচ্চাকে একটু স্বাভাবিক করে যার যা পরনে ছিল তাই পরে তাদেরকে নামিয়ে দিলাম সবার সাথে। আমি রয়ে গেলাম ঘরে অন্তত তালা দিতে হবে। ভয়ে আইপিএস ও বন্ধ করে দেই।

আমাদের তিনতলায় (আমি থাকি পাঁচতলায়) এক ইউনিটে ব্যাচেলর থাকে। ঠিক আমার ইউনিট বরাবর নিচ তলা। আমাদের গ্যাস সাপ্লাই এর সমস্যা অনেক দিনের। ৩-৪টা পর্যন্ত গ্যাস থাকে না। তাই হয়তো তারা গ্যাসের সিলিন্ডার এনে রেখেছিল। বুয়ার সুবিধার জন্য। এত বিকট আওয়াজে তা বিস্ফোরণ হয়েছে যে, ২ রুম পর মূল ফটক এবং অন্য রুমের খাট তা চুরমার করে সিঁড়িতে ফলে দিয়েছে। অন্যান্য ইউনিটের জানালার গ্লাস পুরা ঝরিয়ে দিয়েছে।

ইউনিটে থাকা দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে এলাকার লোকজন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালোভাবে নিচে অবশেষে আপুর বাসায় চলে এসেছি। কৌতূহলী মানুষের ভিড়ে নিজের বাড়িতে নিজেই ঢুকতে পারছি না।
আলহামদুলিল্লাহ..! সকলেই দোয়া করবেন। নিশ্চিত বড় কিছু হতে পারতো।’

প্রসঙ্গত, রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরিবাজার এলাকার শুক্রবার রাতে একটি বাসার তিনতলায় বিস্ফোরণে ইয়াসিন তালুকদার (৩১) এবং অপরজনের নাম জিতু (২৮) নামে দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব তেজতুরি বাজার এলাকায় জনতা ফার্মেসির পাশে একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ভবনের তিনতলায় কয়েকজন ছাত্র মিলে মেস করে থাকত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে