রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব সংলগ্ন ফ্লাইওভারের নিচে একটি পাজেরো স্পোর্টস জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও পাঁচজন। তাদের মধ্যে দুজন তরুণীও ছিলেন। হতাহত ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলেও রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে মহাখালীর রাওয়া ক্লাব-সংলগ্ন ফ্লাইওভারের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এতে ফাহিম আহমেদ রায়হান (২০) ও উমর আয়মন (২২) নামে দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ।
দুর্ঘটনায় আহত বাকি দুজন হলেন- স্বাধীন আহমেদ (১৯) ও গাড়িটির চালক মো. মহসিন (২২)। গুরুতর আহত অবস্থায় তারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আহত স্বাধীন আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে বলে অপর একটি সূত্র নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাড়িতে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিলেন। তাদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর তারা আহত হয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।-জাগো নিউজ