বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১২:৫৯:৩৯

মিরপুরে ট্রাফিক পুলিশের কার্যালয় ভা'ঙচু'র করল পোশাকশ্রমিকরা

মিরপুরে ট্রাফিক পুলিশের কার্যালয় ভা'ঙচু'র করল পোশাকশ্রমিকরা

রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের কার্যালয়ে ভা'ঙচুর চালিয়েছে আ'ন্দোলনকারী পোশাকশ্রমিকরা। বেতন বৃদ্ধির দা'বিতে ও সহকর্মীদের উপর হা'মলার প্র'তিবা'দে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় ভা'ঙচু'র চালানো হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড অ'বরো'ধ করে পোশাকশ্রমিকরা এ ভা'ঙচুর চা'লায়।

সরেজমিনে দেখা গেছে, পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ের চারপাশে কাচের জানালা, দরজা ও ভেতরের আসবাবপত্র ভা'ঙচুর করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষু'ব্ধ শ্রমিকদের একটি অংশ সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে হা'মলা চালায়। পরে সেখানে দা'ঙ্গা পুলিশের সদস্যরা উপস্থিত হলে পোশাকশ্রমিকরা সেখান থেকে সরে যান। এরপর ওই সড়কে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, শ্রমিকরা মিরপুর ১০ বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হা'মলা চা'লিয়ে ভাঙ'চুর করেছেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এ বিষয়ে মা'মলা হতে পারে বলেও জানান তিনি।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে