রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে হামলাকারী এবং ভুক্তভোগীদের নাম জানাতে পারেননি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। তিনি বলেন, আমরা এটুকু তথ্য পেয়েছি তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ আরেকটি গ্রুপের সদস্যদের মারধর করেছে। কিন্তু কারা এবং তাদের নাম-পরিচয় কি এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।
এদিকে তাদের মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের একটি গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে আরেক গ্রুপের সদস্যদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করছেন। কারো মাথার চুলে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। মারধরের সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়।