রাজধানী ঢাকায় গত ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সোমবার।এদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে মোট ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রোববার রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, তা ছিল গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বরে এক দিনের হিসাবে তৃতীয় সর্বোচ্চ। আবহাওয়ার বিচারে ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের হার খুব কম। এ সময় শীতের প্রভাবে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকে। কিন্তু গত দুই দিন সব হিসেবের বাইরে গিয়ে প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ একটি গণমাধ্যমকে জানান, ডিসেম্বর শুষ্ক মৌসুম। এ সময় শীতের আমেজ চলে আসে। এ মাসে তেমন বৃষ্টিপাতের রেকর্ড নেই। তবে এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ বেশ দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপে, এরপর লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে সৃষ্টি হওয়া মেঘ ঢাকার আকাশে উড়ে এসে বৃষ্টি হয়ে ঝরেছে বলে জানিয়েছেন তিনি।