নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের দুই বছর আট মাস বয়সী জোড়া ওই শিশুদের আলাদা করা হবে সোমবার। সব কিছু ঠিক থাকলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ-উল হকের নেতৃত্বে সাতটি বিভাগের ৩০-৩৫ জন বিশেষজ্ঞকে নিয়ে জটিল ওই অপারেশন করা হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ উল হক বলেন, অপারেশনটি খুবই ব্যয়বহুল। শিশুটির পরিবারের পক্ষ থেকে তা মেটানো সম্ভব না। তাই চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে সব ব্যয় বহন করা হচ্ছে।