রবিবার, ২০ মার্চ, ২০২২, ১২:০২:২৯

বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের ঐক্য প্রয়োজন: সাঈদ খোকন

বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের ঐক্য প্রয়োজন: সাঈদ খোকন

এমটি নিউজ ডেস্ক : বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাসজিদ বংশাল বড় জামে মসজিদের উদ্যোগে ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেম সমাজের ঐক্যের অরিহার্য’ শীর্ষক ‘ওলামা সমাবেশ ২০২২’ এ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের ঐক্য প্রয়োজন।

শনিবার (১৯ মার্চ) সাঈদ খোকন বলেন, ‘আমি একজন সাধারণ জনগণ হিসেবে মনে করি, মুসলিম ঐক্যের প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। ইতোমধ্যে বেশ কিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন।

পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমাদের অবস্থান ভালো। কিন্ত সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেম সমাজের। আলেম সমাজ জনগণের মাঝে উন্নয়নে বিষয় প্রচার করলে জনগণ বুঝবে সরকারের উন্নয়নের কথা।’

তিনি আরও বলেন, ‘বিচারকদের মাঝেও আলেম সমাজকে কাজ করতে হবে। কেননা, সব বিচারকই নীতিবান নয়। কোরআন সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেম সমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।’ তিনি বলেন, ‘১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরিফের ইমামকে আনার উদ্যোগ আমরা নেবো ইনশাল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে