এমটি নিউজ ডেস্ক : অবশেষে আজ ঢাকায় প্রশান্তির বৃষ্টি হয়েছে। রাজধানীতে আজ সকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সেইসঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এর পর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
সকাল ৮টার ১৫ মিনিটের দিকে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যায়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।