শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ০৩:০৫:৩২

নিউ মার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিউ মার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

এমটি নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

ওই সময় আসামি মকবুলকে আদালতে হাজির করা হয়। এরপর নিউ মার্কেট থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক ইয়ামিন কবীর বাদী হয়ে বিএনপি নেতা মকবুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
 
মকবুল হোসেন ছাড়া মামলায় আর যাদের নাম রয়েছে তারা হলেন- আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে