এমটি নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ের কহেলা রাজাপুর বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঝিলিক খান। মাধ্যমিক শিক্ষায় ঢাকা জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এই মেয়েটি। তার বাবা গ্রামের একজন দরিদ্র চা-বিক্রেতা।
সম্মিলিত মেধা তালিকা, কবিতা আবৃতি, রচনা, শ্রেণিকক্ষে উপস্থিতি ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তাকে সেরা শিক্ষার্থী নির্বাচিত করেছে ঢাকা জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন আশরাফী।
এ বিষয়ে স্কুলছাত্রী ঝিলিক খান বলেন, আমার বাবা গ্রামের একজন দরিদ্র চা-বিক্রেতা। কষ্টার্জিত উপার্জন দিয়ে বুকভরা আশা নিয়ে আমাকে লেখাপড়া করাচ্ছেন আমার বাবা। তাই আমার একটিই লক্ষ্য সর্বস্তরে ভালো কিছু করা। তাই লক্ষ্যপূরণে আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
এ ব্যাপারে ঝিলিকের বাবা বলেন, আমি একজন চা-বিক্রেতা হলেও আমার মেয়েকে কোনো দুঃখ-কষ্ট বুঝতে দেই না। সাধ্যমতো তার সবধরনের চাহিদাই পূরণ করার চেষ্টা করি।
এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর আনোয়ারা খানম গার্লস কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আলীম খান সেলিম বলেন, মেয়েটি ঢাকা জেলায় সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আমরা গ্রামবাসী গর্বিত ও পুলকিত। আমরা তার সাফল্য প্রত্যাশা করছি।