ঢাকা: দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদে ঘোরাফেরা একটি অন্যতম অনুষঙ্গ। বিকেলে ফাঁকা ঢাকায় রিকশায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন নগরবাসী। ঈদে ঢাকার দর্শনীয় ৭টি স্থান সম্পর্কে তুলে ধরা হলো।
আহসান মঞ্জিল: বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের অন্যতম বিখ্যাত আবাসিক ভবন আহসান মঞ্জিল। ওয়াইজঘাটে এসে বুলবুল ফাইন আর্টস একাডেমির সামনে গেলেই ঐতিহাসিক ভবনটি নজর কাড়বে। পরিবারের সদস্যদের নিয়ে নবাবদের আভিজাত্য উপভোগ করার পাশপাশি পেতে পারেন দুর্দান্ত আনন্দ।
লালবাগ কেল্লা: লালবাগ কেল্লা মুঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। দর্শনীয় লাল ইটের কেল্লায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। দুর্গের পাশে অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও দেখে আসতে পারেন।
শিশুমেলা: বর্তমানে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত শিশুমেলায় শিশুদের খেলাধুলা ও মজা করার বিভিন্ন সুযোগ রয়েছে। আকর্ষণীয় রাইডগুলো তাদের জন্য বিনোদনের একটি আদর্শ মাধ্যম হতে পারে। সেখন প্রাপ্তবয়স্করা তাদের শৈশবের স্মৃতিচারণা করতে পারেন। তাই ঈদের ছুটিতে শিশু পার্কটিতে ঘুরে আসতে পারেন সবাই।
হাতিরঝিল: মগবাজার থেকে রামপুরা ও গুলশান পর্যন্ত নির্ধারিত ভাড়ায় চলাচলকারী যাত্রীবাহী ওয়াটার বাসে পুরো হাতিরঝিল এলাকা ঘুরে আসা যায়। হাতিরঝিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে রাতে ঘুরে আসতে পারেন হাতিরঝিলের নৈসর্গিক সৌন্দর্য। আলো এবং ঠান্ডা বাতাসে মন ও আত্মাকে প্রশান্ত করবে।
রমনা পার্ক: রাজধানীর শাহবাগের মিন্টু রোড ও বেইলি রোড এলাকায় রয়েছে রমনা পার্ক। পার্কটিতে রয়েছে নানা ধরনের গাছগাছালি এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রমনা পার্ক হতে পারে আপনার পরিবারের সঙ্গে ভ্রমণ করার জন্য একটি আদর্শ জায়গা।
জাতীয় চিড়িয়াখানা: ঈদের ছুটিতে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘুরে আসতে পারেন প্রাণিপ্রেমীরা। চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বনের রাজা সিংহ পর্যন্ত বিভিন্ন ধরনের বন্যপ্রাণী থাকবে। জাতীয় চিড়িয়াখানায় প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষ ভিড় করে।
জাতীয় জাদুঘর: রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর। জাদুঘরটি সুসংগঠিত, নৃতাত্ত্বিক ও আলঙ্কারিক দিকগুলোতেও অনন্য। এই বিশাল ভবনের প্রতিটি কক্ষ শিল্প বিভাগ, ইতিহাস এবং ধ্রুপদী শিল্প বিভাগ, প্রাকৃতিক ইতিহাস বিভাগ এবং সমসাময়িক বা বিশ্ব সভ্যতা বিভাগের মতো বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে।