সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ০৫:২৬:৫৩

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৩

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৩

ঢাকা: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

তবে হতাহতদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের। এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিআরটি প্রকল্পের নির্মাণাধীন একটি গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে