ঢাকা: গতকাল ২৯শে জানুয়ারি'২০১৬ইং বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচায় "মুক্তিযুদ্ধ জাদুঘর " মিলনায়তনে " বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র' আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে "বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভায় বক্তা ছিলেন কবি ও প্রাবন্ধিক অসীম সাহা ,ড. মিল্টন বিশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ,ড.নাছির উদ্দিন ,মুক্তিযুদ্ধা মহিবুল ইসলাম ইদু ।
বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ,অ্যড.আবদুল আউয়াল সুমনের শুভেচ্ছা বক্তব্য এবং ,শহিদুল ইসলাম দিনারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঋালনা করেন সামসুননাহার আজিজ লিনা ।
অনুষ্ঠানের মাঝে হয়ে গেল ফকির আনিস শাহর প্রথম কাব্যগ্রন্থ "প্রার্থনা" ও মনিরুজ্জামান খাঁন জোসেফের বঙ্গবন্ধুর গানের সিডি "তুমি মুজিবর তুমি অবিনশ্বর" এর মোড়ক উন্মোচন।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস