সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৮:১৮

বিডিএইচপিএ’র নয়া সভাপতি আহমেদ, শাকিল আরেফিন সাধারন সম্পাদক

বিডিএইচপিএ’র নয়া সভাপতি আহমেদ, শাকিল আরেফিন সাধারন সম্পাদক

নিউজ ডেস্ক: বিডিএইচপিএ (বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার এসোসিয়েশন)  এর অফিসিয়াল কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে একটি সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে সালেহ আহমেদকে সভাপতি ও শাকিল আরেফিনকে সাধারন সম্পাদক করে বিডিএইচপিএ’র ৯ সদস্যের একটি কমিটি (এডহক ) তৈরী হয়।
কমিটির বিভিন্ন পদে আছেন, সভাপতি-সালেহ আহমেদ(হোস্ট পেয়ার) সহসভাপতি-শাহাদাত হোসেন(স্পীড হোস্ট) সাধারণ সম্পাদক-শাকিল আরেফিন(বিডি সফট) যুগ্ন সাধারন সম্পাদক-শফিউল আলম চৌধুরী(সাইট নেম বিডি) কোষাধ্যাক্ষ-তুহিন রহমান(পয়েন্ট বিডি) ডিরেক্টর- জোবায়ের আলম বিপুল(হোস্ট মাইট) ডিরেক্টর- এম এইচ মেহেদী(ধ্রুব হোস্ট) ডিরেক্টর-ইউসুফ আল আজাদ(অ্যাজন কোড) ডিরেক্টর-মোহাম্মদ মনিরুজ্জামান।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে