সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৩:৪০

স্ত্রীর ওড়নায় প্রাণ গেল জজকোর্টের আইনজীবীর

স্ত্রীর ওড়নায় প্রাণ গেল জজকোর্টের আইনজীবীর

গাজীপুর : স্ত্রীর ওড়না পেঁচিয়ে জজকোর্টের এক আইনজীবী আত্মহত্যা করেছেন।  রাজধানীর উত্তরার গাজী মাজারুল ইসলাম (৫০) নামে এক আইনজীবী আত্মহত্যা করেছেন।  গাজীপুর জজকোর্টের আইনজীবী ছিলেন তিনি।


এ ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ২৬ নম্বর বাসায়।

মাজারুলের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।  তিনি দুই মেয়ে ও স্ত্রী বিউটি আকতারকে নিয়ে উত্তরার ওই বাসায় ভাড়ায় থাকতেন।

তার শ্যালক ইকবাল হোসেন জানান, আজ সকালে বাসা থেকে বের হওয়ার সময় তার বোন-দুলাভাইয়ের ঝগড়া হয়।  আপা শুনেছেন তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন।  এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।  এর একপর্যায়ে দুলাভাই রুমে ঢুকে দরজা বন্ধ করে প্রথমে ঘুমের ওষুধ সেবন করেন।

অনেকক্ষণ দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভেতরে গিয়ে দেখেন গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন তিনি।  দ্রুত তাকে উদ্ধার করে উত্তরার রুবানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২০ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে