এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিককে তার বাসায় আটক করতে গেলে এ হামলার শিকার হন তারা।
আহত ৬ জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।
রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি জানান তিনি।