এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে একটি মাদরাসা থেকে মোদাচ্ছির নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী রোডে অবস্থিত মাদরাসাতুল ইত্ক্বান লি উলূমিল কোরআন মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, বিকেলে শিশুটি একা বাথরুমে যায়। দীর্ঘ সময়েও বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বাথরুমের একটি হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে শিশুটি আত্মহত্যা করেছে।
তবে শিশুটির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তার গলায় আঁচড়ের দাগ রয়েছে। এমনকি বলাৎকারের ঘটনাও হতে পারে।
ঘটনার পর প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, পুলিশ যাওয়ার আগেই মাদরাসা কর্তৃপক্ষ মরদেহ নামিয়ে ফেলে।
তিনি আরও বলেন, শিশুটির পরিবার এটিকে হত্যা বলে দাবি করছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।