আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডিন নির্বাচনে পৃথক প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ,বিএনপি এবং বামপন্থি শিক্ষকরা এই পৃথক প্যানেল ঘোষণা করে।
জাবির ৫ অনুষদের এ ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকরা ‘‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’’ ও বিএনপিপন্থি শিক্ষকরা ‘‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’’ এবং আওয়ামী পন্থি শিক্ষকদের একাংশ এবং বামপন্থি শিক্ষকরা ‘‘প্রগতিশীল জোট” প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করবেন।
উক্ত ডিন নির্বাচনে আওয়ামী ও বিএনপি পন্থি প্যানেলে প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। নির্বাচনে ৫টি অনুষদের ৫টি ডিন পদের বিপরীতে ২৬ জন শিক্ষক তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীপন্থি ‘‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’’ প্যানেল থেকে ৫টি অনুষদের ডিন পদের জন্য ১২ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে বিএনপিপন্থি ‘‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’’ প্যানেল থেকে ৪টি অনুষদের ডিন পদে ১০জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও আওয়ামী পন্থি শিক্ষকদের একাংশ এবং বামপন্থি শিক্ষকদের প্যানেল ‘‘প্রগতিশীল জোট” ৪টি অনুষদের ডিন পদে ৪জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের মধ্যে বিজনেস স্ট্যাডিজ অনুষদে শুধুমাত্র আওয়ামীপন্থি শিক্ষকরাই প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে বিএনপিপন্থি শিক্ষকরা একাধিক প্রার্থী দেয়াকে নির্বাচনের কৌশল হিসেবে দেখছেন। অপরদিকে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে অন্তর্কলহ ও গ্রুপিংয়ের কারণে একাধিক প্রার্থী দিয়েছেন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, আওয়ামীপন্থি ‘‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’’ প্যানেল থেকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ এবং গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, জীববিজ্ঞান অনুষদে ওই অনুষদের বর্তমান ডিন(ভারপ্রাপ্ত) ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পী এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক শেখ ফিরোজউদ্দিন আহমেদ চৌধুরী, কলা ও মানবিকী অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক অসিত বরণ পাল এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান , সমাজবিজ্ঞান অনুষদে উক্ত অনুষদের বর্তমান ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন, বিজনেস স্ট্যাডিজ অনুষদে উক্ত অনুষদের বর্তমান ডিন(ভারপ্রাপ্ত) ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আবু তাহের আসন্ন ডিন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে বিএনপিপন্থি ‘‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’’ প্যানেল থেকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: মজিবর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক মো: মনজুরুর করিম , জীববিজ্ঞান অনুষদে প্রানিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো: মনোয়ার হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল হোসেন ও ফিরোজা হোসেন, কলা ও মানবিকী অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও অধ্যাপক মোস্তফা নাজমুল মনছুর এবং বাংলা বিভাগের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা , সমাজবিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো: নজরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
অপরদিকে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ এবং বামপন্থি শিক্ষকরা ‘‘প্রগতিশীল জোট” প্যানেল থেকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এ.মামুন, জীববিজ্ঞান অনুষদে প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ , কলা ও মানবিকী অনুষদে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এটিএম আতিকুর রহমান এবং সমাজবিজ্ঞান অনুষদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নইম সুলতান নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
ডিন নির্বাচনের নির্বাচন কমিশনার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, “মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আমরা শিঘ্রই যাচাই-বাছাই শেষে চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবো। তবে কেউ চাইলে ২৬ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন।”
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস