ঢাকা: ঘটনার শুরু ছাত্রী হলের সিট বাতিল নিয়ে। ছাত্রীদের অভিযোগ কোনো পূর্বনির্দেশনা ছাড়াই কয়েক ছাত্রীর হলের সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ। আর এ নিয়ে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে’র আবাসিক ছাত্রীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন। রাত ১টায় এ খবর লেখা পর্যন্ত তারা বিক্ষোভ করছিলেন।
এক পর্যায়ে হল গেট থেকে বেরিয়ে রাস্তায়ও নামেন তারা। হলের বিভিন্ন কক্ষ পরিদর্শনে এসে আবাসিক শিক্ষকরা একটি কক্ষে আটজন থাকার নির্দেশ দেন।
এ সময় ২০১০-১১ সেশনের ৫ ছাত্রীর সিট কেটে দেয়া হয়েছে বলে জানানো হয়। এরই মধ্যে এক ছাত্রী টিউশনি থেকে ফিরতে দেরি করায় হলের আবাসিক শিক্ষক লোপা আহমেদ তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ করে।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস