ঢাকা : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি চলন্ত প্রাইভেট কারে আগুন লেগে যায়। শনিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো গ ৩৭- ২৪১৫।
ঘটনাস্থলে উপস্থিত এক এক পুলিশ কর্মকর্তা জানান, তীব্র গরমে ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে গাড়িতে আগুন লাগতে পারে। তবে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রায় আধা ঘণ্টা ফ্লাইওভারের এ রুটে যান চলাচল বন্ধ থাকে। পর ফ্লাইওভার খুলে দেয়া হয়।
গাড়িচালক বাবুল ইসলাম জানান, গাজীপুরের কাশিমপুর থেকে এক সহকর্মীকে নিয়ে তিনি খিলগাঁও এক এসপির বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভার অতিক্রম করার সময় ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন ধরে যায়। তারা গাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানান তিনি।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম