মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৪:২০:৪২

এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা

এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা

নিউজ ডেস্ক: রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ কেটে গেলেও খুনিদের গ্রেফতার দূরের কথা, এখনো শনাক্তই করা যায়নি। জোড়া হত্যা খুনিদের গ্রেফতার করতে পারবে কিনা এ নিয়ে সাধারন মানুষের মধ্যে সংশয়ও সৃষ্টি হয়েছে। এদিকে আলোচিত এই জোড়া খুনের মামলায় ১০ আলামত পরীক্ষার অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত বছরের কয়েকটি হত্যাকাণ্ডের মতো ২৫ এপ্রিল বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিস্ট্যান্ট জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী তনয়কে (২৬)। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই জুলহাজ সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। ওই খুনের ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। অন্য মামলাটি করে পুলিশ। দুটি মামলারই তদন্ত করছে ডিবি। সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জানান, হত্যা মামলায় কলাবাগান থানার পরিদর্শক কে এম আশরাফউদ্দিন ও অস্ত্র মামলায় এসআই আনসার আলী এ ১০ আলামত পরীক্ষার অনুমোদন চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটির কাগজপত্র দেখে অনুমতি দেন। তিনি জানান, ওই ১০ আলামতের মধ্যে আছে কুরিয়ার সার্ভিসের কথা বলে জুলহাজের বাসায় নেওয়া দুটি কার্টন এবং ধরা পড়া ব্যাগের পিস্তল ও চাপাতিসহ অন্যান্য জিনিস। জুলহাজ ও তনয়কে খুন করে যাওয়ার সময় এক পুলিশ এবং এক নিরাপত্তাকর্মীকেও কুপিয়ে জখম করা হয়।- বিডি প্রতিদিন

৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে