মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৬:০৭:৫৩

রেশ কাটেনি রানা প্লাজার, সাভারে আবার গার্মেন্টস ভবনে ফাটল

রেশ কাটেনি রানা প্লাজার, সাভারে আবার গার্মেন্টস ভবনে ফাটল

সাভার : রানা প্লাজার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সাভারের উলাইল এলাকায় ৫ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে।  নোভেল টাওয়ার নামে ওই পাঁচ তলা ভবনের ভিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে ওই ভবনের কেএলডি ও প্রতীক এপারেলস নামে দুইটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।  সাভার পৌর কর্তৃপক্ষ এ গার্মেন্ট দুটি বন্ধ ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি ওই ভবনটি পরিদর্শন শেষে দুই পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

ওই দুই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ কাজ করেন।  এর আগে সোমবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক আহমেদ জামিল ভবনটি পরিদর্শন শেষে বন্ধ ঘোষণা করেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসন ও রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ তলা ভবনে কেএলডি ও প্রতীক অ্যাপারেলস নামে দুটি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, রাজউক কর্তৃপক্ষ সাভার মডেল থানায় সোমবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে। সাভার মডেল থানা ও শিল্প পুলিশ-১ এর  ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ  ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ৫ তলা ভবনে পোশাক কারখানা ঝুঁকিপর্ণ হওয়ায় কারখানা দুটি বন্ধ রাখা হয়েছে।  নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে