আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: তনুসহ সকল খুন-গুম ও ধর্ষণের প্রতিবাদ এবং গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের উপর পুলিশের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার অপসারণের দাবিতে সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাম সংগঠনগুলো।
সাংস্কৃতিক জোট, প্রগতিশীল ছাত্র জোট ও সা¤্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের ব্যানারে আজ শনিবার দুপুর সাড়ে ১১ টা থেকে দেড়টা পর্যন্ত নতুন কলাভবনের সামনে মহুয়া তলায় এ সংহতি সমাবেশ করেন তারা।
সংহতি সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস বলেন, সার দেশে খৃুন, গুম, ধর্ষণ সহ বিচারহীনতার সংস্কৃতি তৈরী হয়েছে। আর এসবের বিচার চাওয়ার জন্য যারা যাচ্ছে তাদের মার খেতে হচ্ছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভুলে গেছে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। তারা ধরেই নিয়েছে যে তারা যে পদে আছে সে পদ সরকার বা ক্ষমতাশীনদের মোসাহেবি করার জন্য।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিমা অখতার হোসাইন সংহতি জানিয়ে বলেন, এতদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কোন পদক্ষেপ নেয়নি। যৌন হয়রানি সহ সকল অভিযোগের ব্যবস্থা না নিলে আমরা সাধারণ ছাত্রদের সাথে নিয়ে এর ব্যাবস্থা নেব। আমরা আর এক মুহূর্তও অপেক্ষা করতে চাই না।
সমাবেশে সংহতি প্রকাশ করেন ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রাব্বানি, সরকার ও রাজনীতি বিভাগের নাসিম আখতার হোসাইন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি সৌমিত জয়দ্বীপসহ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাজ্ঞন সিদ্ধান্ত কাজল, সম্পাদক আবিদ সরকার সোহাগ, ছাত্রফ্রন্টের সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুসহ প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের কর্মীরা ।
সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাজ্ঞন সিদ্ধান্ত কাজল। তিনি বলেন, আগামী ৮ ও ৯ এপ্রিল প্রচারণা কর্মসূচি এবং ১০ এপ্রিল সন্ধায় মশাল মিছিল করা হবে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস