শনিবার, ১৪ মে, ২০১৬, ০৭:০২:১০

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যুবলীগের সাতদিন ব্যাপী কর্মসূচি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যুবলীগের সাতদিন ব্যাপী কর্মসূচি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ বলেন, আগামী ১৭মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫বছর পূর্তি। বিদেশে দীর্ঘদিনের নির্বাসন শেষে তিনি  ১৯৮১ সালের ১৭মে দেশে ফেরেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তা ও সৈনিকেরা ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা করে শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে অবস্থান করায় ঘাতকদের হাত থেকে প্রাণে রক্ষা পান। পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে ঢাকায় লক্ষ লক্ষ জনতার প্রাণঢালা উষ্ণ সম্ভাষণ নিয়ে প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। এসেই আওয়ামী লীগের হাল ধরেন তিনি। জড়িত হন সক্রিয় রাজনীতিতে। সেদিন শেরেবাংলা নগরে লাখ লাখ মানুষের সংবর্ধনার জবাবে শেখ হাসিনা বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি; আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচি:
আজ ১৪ মে রোজ শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে সাতদিন ব্যাপী কর্মসূচি ঘোষনা করেছে। ১৬ মে ২০১৬ইং তারিখ রোজ সোমবার থেকে প্রতিদিন সকাল ১১.০০ ঘটিকা হইতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও ধরিত্রী সেরা তুমি গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারীতে প্রদর্শন করা হবে।

১৬ মে সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর গ্যালারী মিলনায়তনে (৪র্থ তলা) সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেবেন এডভোকেট মাহবুবে আলম-এটর্নিজেনারেল বাংলাদেশ, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-উপাচার্য, ঢাকাবিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ- উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, ড. শামসুজ্জামান খাঁন-মহাপরিচালক, বাংলা একাডেমি, অধ্যাপক ড. কামরুল হাসান খাঁন-উপাচায, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মিজানুর রহমান-উপাচার্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামীম মোহাম্মদ আফজাল-মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, লিয়াকত আলী লাকী-মহাপরিচালক, শিল্পকলা একাডেমি, শফিকুর রহমান-সভাপতি, জাতীয় প্রেসক্লাব, মনজুরুল আহসান বুলবুল-প্রধান সম্পাদক, একুশে টেলিভিশন,নঈম নিজাম-সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ।

২০মে শিল্পকলা একাডেমীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৪ মে ২০১৬/ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে