নিউজ ডেস্ক: রাজধানীর গাবতলীতে উত্তরবঙ্গগামী সরকার ট্রাভেলসের একটি কাউন্টার আগুনে পুড়েছে। রোববার সন্ধ্যায় একদল যুবক পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে এই পরিবহন কর্তৃপক্ষ পুলিশকে অভিযোগ করেছে। তবে অগ্নি নির্বাপক বাহিনী বলছে, আগুনের কারণ বৈদ্যুতিক গোলযোগ। দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, “সরকার ট্রাভেলসের মালিকরা বলছে তাদের শত্রুপক্ষ কাউন্টারে আগুন লাগিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।” সরকার ট্রাভেলসের মালিক এম এ কাফির বরাত দিয়ে ওই সময়ে গাবতলী এলাকায় টহলে থাকা দারুস সালাম থানার উপ পরিদর্শক মহেশ চন্দ্র পাল বলেন, “পেট্রোল ঢেলে তাদের বাস কাউন্টারে আগুন দেওয়ার পর তাদের কর্মচারীদের মারধর করা হয়েছে।”
এই ঘটনায় একজন আহত হয়েছেন শুনলেও তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানতে পারেননি এসআই মহেশ। তিনি বলেন, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করতে সরকার ট্রাভেলসের মালিক দারুস সালাম থানায় গেছেন। দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গাবতলীর সরকার ট্রাভেলসের একটি ১২/১৫ ফিট আকারের একটি আধা পাকা কাউন্টারে আগুন লাগে।” দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। আগুনে অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা অগ্নি নির্বাপক বাহিনীর।-বিডিনিউজ
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ