বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৭:২৩:১৭

মুখের কথায় ৯ দিনের মেয়র!

মুখের কথায় ৯ দিনের মেয়র!

ওমর ফারুক: ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত মেয়র। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সিঙ্গাপুর সফরে রয়েছেন। ফিরবেন ১৬ জুলাই। তাই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গোটা নগরীর বিভিন্ন কাজ পরিদর্শন করছেন তিনি। তিনি বলেন, মেয়র ৮ জুলাই সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা ত্যাগের আগে মৌখিকভাবে তিনি আমাকে ৯ দিনের দায়িত্ব দিয়ে গেছেন।


দায়িত্ব পাওয়ার পর হুমায়ুন কবীর ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবন আসেন প্রতিদিনি সকাল দশটায়। বসেন মেয়রের অফিস রুমের পাশে মিটিং রুমে। সেখানে বসে ডিএসসিসি এলাকার খবর নিচ্ছেন কখনও মোবাইল ফোনে, কখনও অয়ারলেসে। অনুসারীরা এসে তার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন।
ভারপ্রাপ্ত মেয়র হয়ে কী কাজ করছেন জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, আমার দায়িত্ব হলো রুটিন ওয়ার্ক। রাস্তায় বাতি জ্বালানো, বর্জ্য অপসারণ, মশক নিধন ইত্যাদি কাজ দেখাশোনা করা। কর্মকর্তা ও কর্মচারীরা ঠিক মতো কাজ করছেন কিনা, সেটাও দেখছি। প্রতিদিন বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছি। আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করছি। সমস্যা দেখলে সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়কালী মন্দিরের কাছে এসি-ল্যান্ড অফিসের সামনের সড়কে বড় বড় গর্ত ছিল। গর্তগুলোর কারণে কোনও যানবাহন চলাচল করতে পারছিল না। পনের দিন ধরে চলে আসছিল এই দুরবস্থা। মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়র হঠাৎ ওই এলাকা পরিদর্শনে গিয়ে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী সিটি করপোরেশনের ‘প্যানেল মেয়র’ থাকার কথা। ওয়ার্ড কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে প্যানেল মেয়র হিসেবে মনোনীত করে রাখতে হবে। মেয়রের অনুপস্থিতিতে এই প্যানেল থেকে যেকোনও একজন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনে প্যানেল মেয়র নেই।

এ কারণে মেয়ররা বিদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিশ্বস্ত একজন কাউন্সিলরকে রুটিন ওয়ার্ক করার দায়িত্ব দিয়ে যান। মেয়র যে ক’দিন দেশের বাইরে থাকেন, ততদিন ভারপ্রাপ্ত মেয়র রুটিন ওয়ার্ক চালিয়ে যান। মেয়র ঢাকা প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও শেষ।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২০১৫ সালের মে মাসে। এরপর প্যানেল মেয়র নির্বাচন হয়নি। ফলে মেয়রদের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত মেয়র দিয়েই চলছে সিটি করপোরেশনের অন্তর্বতীকালীন কার্যক্রম। অন্যদিকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র মোহাম্মদ হানিফ (প্রয়াত) ও সাদেক হোসেন খোকা দায়িত্বে থাকাকালে প্যানেল মেয়র ব্যবস্থা ছিল। তারা বিদেশ সফরে গেলে ভারপ্রাপ্ত মেয়ররা বসতেন মূল মেয়রের রুমে।-বাংলাট্রিবিউন

১৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে