সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ০৪:৩৩:৫১

'মুক্তিযুদ্ধের পর থেকেই দেশবিরোধী চক্রান্তে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা'

'মুক্তিযুদ্ধের পর থেকেই দেশবিরোধী চক্রান্তে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা'

ফজিবর রহমান বাবু - দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে স্বাধীনতাবিরোধীরা। ৭৫’র কালো রাতে নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো তারা। সাময়িকভাবে তাদের ষড়যন্ত্র সফল হলেও বাস্তবে তা সফল হয়নি। 

২৩ আগস্ট ২০২১ সোমবার সকালে দিনাজপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শহরের বালুবাড়িস্থ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরও বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পান। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত আবারো ক্ষমতায় আসে। সে সময় তারা ব্যাপক অরাজকতা চালায়। পরবর্তীতে ২০০৯ সালে শেখ হাসিনা আবারও দেশ পরিচালনার সুযোগ পান। 

এরপর তিন মেয়াদে তিনি রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। মানুষ অনুধাবন করেছে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাবিউল করিম খান এর সভাপতিত্বে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান।

এরপর বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শিক্ষক সোমা ঘোষ। অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে