এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হিলিতে রাতে অন্ধকারে কে বা কারা একটি পোলট্রি ফার্মে কীটনাশক দিয়ে প্রায় দেড় হাজার মুরগি মারার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে মুন্না পোলট্রি ফার্মের মালিক মুন্না হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুন্না কয়েক বছর ধরে একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে তার খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১ হাজার ৫০০ মুরগি মেরে ফেলেছে। এতে তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, ‘মুরগির ফার্মে কিটনাশক দেওয়ার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’