বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২, ১২:০৬:১০

যারা খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে তারা মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

যারা খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে তারা মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছে, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বেগম খালেদা জিয়ার অবস্থান সম্পর্কে সবাই ওয়াকিবহাল। কেনই বা তিনি স্বামীর ডাকে স্বামীর কাছে না গিয়ে ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন। সে প্রসঙ্গ সকলের জানা। কাজেই নতুন করে স্বাধীনতার ৫০ বছর পরে যারা বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে তারা প্রক্ষান্তরে সমগ্র মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে।

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সোমবার (৩ জানুয়ারি ২০২২) কাহারোল উপজেলার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র বাস্তবায়নে “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কল্যাণেই স্বাধীন হয়েছে এই দেশ। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। শুধু জীবদ্দশায় নয়, একজন বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরেও যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।

এদিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দাসপাড়ায় বাড়ীতে বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় খুশি হয়ে এক বৃদ্ধা তাঁর মাথায় বুলিয়ে আশির্বাদ দিচ্ছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে